শিরোপা ধরে রাখার লড়াইয়ে আগামীকাল ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তবে ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের তারকা ক্রিকেটার মহেশ থিকসেনাকে পাচ্ছে না তারা। 

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়েছিলেন থিকশানা। তার জায়গায় দলে নেওয়া হয়েছে সাহান আরাচিগেকে। ২৮ বছর বয়সী সাহান আরাচিগে শ্রীলঙ্কার হয়ে দু'টি ওয়ানডে খেলেছেন।

এলএলসি বিবৃতিতে লিখেছে, 'স্ক্যানের মাধ্যমে মহেশ থিকসেনার পেশিতে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়। পুনর্বাসনপ্রক্রিয়া সম্পন্ন করতে তিকশানা হাই পারফরম্যান্স সেন্টারে ফিরে আসবেন।'

এসএলসির চিকিৎসা কমিটির প্রধান অধ্যাপক অর্জুনা ডি সিলভা বলেছেন, 'এমআরই স্ক্যানে চোট স্পষ্ট দেখা গেছে; যদিও থিকসেনা ঠিক আছেন। তিনি হাঁটাচলা করতে পারছেন। খুব একটা ব্যথা নেই। অবশ্যই তিনি বিশ্বকাপের আগেই পুরোপুরি সেরে উঠবেন। সত্যি বলতে, সামনে যদি বিশ্বকাপ না থাকত, তাহলে আমরা যে করেই হোক আগামীকালের ম্যাচে তাকে খেলানোর চেষ্টা করতাম। তবে আমরা ঝুঁকি নিতে চাই না।'