এশিয়া কাপের ফাইনালে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচের ঠিক আগের দিন বড় দুঃসংবাদ দিল ভারতের টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা জেগেছে স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের। তার পরিবর্তে দলে ডাক এসেছে ওয়াশিংটন সুন্দরের।

গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন অক্ষর। এই ইনিংস খেলার পথে কয়েকবার আঘাত পান এই বাঁহাতি অলরাউন্ডার। আঘাত পাওয়ার পরও ব্যাটিং চালিয়ে যান অক্ষর। ক্রিকইনফো জানিয়েছে, তার হাতে কোনো চিড় না ধরলেও বিশ্বকাপের আগে অক্ষরকে নিয়ে বাড়তি সতর্ক থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এছাড়া হ্যামস্ট্রিং চোটের অভিযোগও করেছিলেন অক্ষর। এই কারণেই তাকে ঘিরে এই বাড়তি সতর্কতা।

সুন্দর ভারতের এশিয়ান গেমস স্কোয়াডের অংশ এবং বর্তমানে ব্যাঙ্গালুরুতে রয়েছেন। ফাইনালের পর এশিয়ান গেমসের শিবিরে তিনি আবার যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। চীনের হ্যাংজুতে গেমস শুরু হওয়ার আগে তাদের ক্যাম্প ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।