- খেলা
- বেটিসকে গোলবন্যায় ভাসিয়ে শীর্ষে বার্সেলোনা
বেটিসকে গোলবন্যায় ভাসিয়ে শীর্ষে বার্সেলোনা
-samakal-65068e136c144.jpg)
ফিফা উইন্ডোর বিরতির পর প্রথম ম্যাচ খেলতে নেমেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বার্সেলোনা। তাতে ৫-০ গোলের ব্যবধানে রিয়াল বেটিসকে বিধ্বস্ত করেছে জাভি হার্নান্দেজের দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কাতালানরা। ম্যাচের ২৫ মিনিটে ফেলিক্সের গোলে এগিয়ে যায় জাভির দল। এর ঠিক সাত মিনিট পরই স্কোরলাইন ডাবল করেন লেভান্ডোভস্কি। বেটিসের রক্ষণকে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে যান লেভা। গোলকিপারের সাথে ওয়ান টু ওয়ানে জয়ী হন লেভা। প্রথমার্ধের শেষ সময়ে বেটিস সহজ সুযোগ মিস করলে ২-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে বার্সা। চালায় একের পর এক আক্রমণ। ম্যাচের ৬২ মিনিটে স্কোরলাইন ৩-০ হয় তোরেসের গোলে। এর ঠিক ৪ মিনিট পরই আরও একবার বল জড়ায় বেটিসের জালে। এবার গোল করেন রাফিনহা। ম্যাচের শেষ দিকে বেটিসের জালে শেষ পেরেক ঠুকে দেন ক্যান্সেলো। তাতে ৫-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সা। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৪ ম্যাচে চার জয়ে ১২। আজ রাতে রিয়ালের প্রতিপক্ষ সোসিয়েদাদ। এই ম্যাচে জিতলে ফের শীর্ষে উঠে আসবে কার্লো আনচেলত্তির দল।
মন্তব্য করুন