নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ টাইগার্সের হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন তামিম ইকবাল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, ১৭ সেপ্টেম্বর প্রথম টি২০ ম্যাচে খেলবেন টাইগার এ ওপেনার।

কিন্তু গতকাল জানা গেল, বিসিবি মেডিকেল বিভাগ থেকে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়নি। মূলত বিসিবি পুনর্বাসন সেন্টার থেকে তামিমকে খেলার মতো ফিট ঘোষণা করা হয়নি বলে জানান একজন কর্মকর্তা।

গতকাল জোরে দৌড়াতে গিয়ে অস্বস্তি বোধ করেন সাবেক ওয়ানডে অধিনায়ক। যে কারণে তাঁকে ম্যাচ খেলানোর মতো ঝুঁকি নিতে রাজি হয়নি কেউ। চট্টগ্রামে আজ প্রস্তুতি ম্যাচ না খেললেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন সকালে।