বিশ্বকাপের কুড়ি দিন আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। দু’দিন আগে দলটির অধিনায়ক বাবর আজম শঙ্কা প্রকাশ করেছিলেন, বিশ্বকাপের শুরুর দিকে হয়তো নাসিম শাহকে পাওয়া যাবে না। কিন্তু গতকাল জানা গেল, পুরো বিশ্বকাপেই তরুণ এ পেস সেনসেশনকে পাবে না পাকিস্তান। গতকাল তাঁর স্ক্যান রিপোর্ট পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়ে অনেক বেশি গুরুতর নাসিমের ডান কাঁধের চোটের অবস্থা।

দুবাইয়ের স্ক্যানে নাসিমের কাঁধের যে অবস্থা দেখা গেছে, তাতে এ বছর তাঁর আর মাঠে নামা হচ্ছে না বলেই শঙ্কা। ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ তো বটেই, বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এমনকি আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কমপক্ষে ছয় মাসের জন্য ছিটকে যেতে পারেন নাসিম। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনই হাল ছাড়ছে না। ডানহাতি এ পেসারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আবার স্ক্যান করাতে চায় এবং চিকিৎসকদের বিকল্প মতামত নেবে। ২০ বছর বয়সী এ পেসার ছিটকে যাওয়ার পরই এশিয়া কাপে এলোমেলো হয়ে গিয়েছিল পাকিস্তানের বোলিং আক্রমণ। তাঁকে না পেলে বিশ্বকাপেও ভীষণ ভুগবে পাকিস্তান।

গত সপ্তাহে রিজার্ভ ডেতে গড়ানো ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৪৬ ওভারের সময় ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন নাসিম। ওই চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যান তিনি। এখন শোনা যাচ্ছে, ওই চোটের কারণে বিশ্বকাপও খেলা হচ্ছে না তাঁর। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপে আয়োজক পিসিবির আগ্রহেই সুপার ফোরে শুধু পাকিস্তান-ভারত ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, সেই রিজার্ভ ডেতেই চোটে পড়লেন নাসিম। অবশ্য এমনিতেই ভীষণ ইনজুরি প্রবণ নাসিম। ১৬ বছর পর টেস্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার বছরখানেক পর চোটে পড়ে ১৪ মাসের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি। এরপর আরও কয়েকবার চোটে পড়েছিলেন তিনি।