- খেলা
- চাপ সামলাতে না পারলে অধিনায়কত্ব ছাড়ুন- বাবরকে ইউনিস
চাপ সামলাতে না পারলে অধিনায়কত্ব ছাড়ুন- বাবরকে ইউনিস

এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ হেরে ফাইনাল থেকে ছিটকে গেছে পাকিস্তান। আজ ফাইনালের মঞ্চে এশিয়া কাপের শ্রেষ্টত্বের লড়াইয়ে নামবে ভারত-শ্রীলঙ্কা। যদিও টুর্নামেন্ট শুরুর আগে সবাইই ধরে নিয়েছিল ফাইনাল হবে ভারত-পাকিস্তানের। এশিয়া কাপ তো বটেই এমনকি বিশ্বকাপেও পাকিস্তানকে ফেভারিট হিসেবে মানছিলেন অনেকেই।
বিশ্বকাপের আগে বাবরদের এমন হতাশাজনক পারফরম্যান্সে ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনিস খান। বাবর আজমের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বিশেষ করে পুরো এশিয়া কাপ জুড়ে কিছু সিদ্ধান্তের জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছেন বাবর। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের বৃষ্টিতে ভেস্তে যাওয়া খেলা চলাকালীন পাকিস্তান পেসাররা ৬৬ রানে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু বাবর তার পরে পেসারদের দিয়ে টানা বোলিং করাননি। যার জেরে ভারত ম্যাচে প্রত্যাবর্তন করে ২৬৬ রান করে ফেলেছিল। এই সিদ্ধান্তের জন্য বাবরকে তীব্র ভাবে সমালোচিত হয়ে হয়। অলরাউন্ডারের খারাপ পারফরম্যান্স সত্ত্বেও শাদাব খানকে খেলিয়ে চলেছিলেন বাবর। এক্ষেত্রে অনেকের যুক্তি ছিল যে, উসামা মিরকে বরং শাদাবের পরিবর্তে একটি সুযোগ দেওয়া উচিত ছিল।
বাবরের নেতৃত্বের সমালোচনা করে ইউনিস বলেন, 'আপনি যদি এই চাপ সামলাতে না পারেন, তাহলে আপনি জাতীয় দলে থাকতে পারবেন না। তখন আপনার জন্য কঠিন হবে। কাজেই হোমওয়ার্ক করুন! অধিনায়কত্ব আসলে খুব একটা বড় বিষয় নয়। যদি আপনার বোলার একটি নির্দিষ্ট পরিস্থিতিতে ভাল পারফরমেন্স না করে, তাহলে তাকে কীভাবে কাজে লাগাতে হয় তা আপনার জানা উচিত। আপনি প্রতিদিন সর্বত্র একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করতে পারবেন না। ব্যাটারদের একটা পরিকল্পনা আছে। এখনও সব শেষ হয়ে যায়নি। যে সব জায়গা নিয়ে সমস্যা তা খুঁজে বের করুন। সমর্থকদের প্রিয় বলেই কাউকে সমর্থন করবেন না।'
মন্তব্য করুন