ঢাকা মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

ফাইনালে বৃষ্টি, খেলা শুরু হতে বিলম্ব

ফাইনালে বৃষ্টি, খেলা শুরু হতে বিলম্ব

ছবি- ক্রিকইনফো

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৯

এশিয়া কাপের ফাইনালেও বৃষ্টির বাগড়া। টস হয়ে গেলেও নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এখনো কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। ফলে মাঠে নামতে পারছে না দুই দল। ফাইনালের মঞ্চে টস জিতেছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। 

ফাইনাল ম্যাচের প্রতিপক্ষ দুই দলেই হানা দিয়েছে চোট। ম্যাচটির আগমুহূর্তে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল ও মহেশ থিকসেনা। তবে বিশ্রাম কাটিয়ে ফেরা বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা আজ একাদশে ফিরেছেন। এছাড়া অক্ষর প্যাটেলের জায়গায় একাদশে এসেছেন ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কা একাদশে একটিই পরিবর্তন। চোটে থাকা থিকসেনার জায়গায় জায়গায় এসেছেন আরেকজন স্পিনার স্পিনার দুশান হেমন্ত।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাতিশা পাথিরানা।

আরও পড়ুন