ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

এশিয়া কাপ শেষে সুখবর পেল পাকিস্তান

এশিয়া কাপ শেষে সুখবর পেল পাকিস্তান

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ০৫:০১

এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। এই জয়ে রেকর্ড অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ম্যান ইন ব্লুজরা।

একদিকে শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠেছে ভারতের ক্রিকেট সমর্থকরা। এরই মাঝে এশিয়া কাপে সুপার থেকে বিদায়ের এক সপ্তাহের মধ্যেই সুখবর পেল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে বাবর আজমরা।

দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। আর পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হারায় নেমে গিয়েছিল তিনে, ভারত উঠে এসেছিল দুইয়ে।

তবে গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অস্ট্রেলিয়া। ফলে শীর্ষস্থান ফিরে পেয়েছে পাকিস্তান। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯৪ পয়েন্ট নিয়ে যথারীতি আছে সাত নম্বর অবস্থানে। নিউজিল্যান্ড আছে ছয়ে। আট, নয় ও দশে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯২), আফগানিস্তান (৮০) ও ওয়েস্ট ইন্ডিজ (৮০)।

আরও পড়ুন