- খেলা
- মালদ্বীপের মাজিয়ায় হারেনি বসুন্ধরা কিংস
মালদ্বীপের মাজিয়ায় হারেনি বসুন্ধরা কিংস
এএফসি কাপ : মাজিয়া-বসুন্ধরা কিংস
-samakal-650943e56f8cc.jpg)
মালদ্বীপের ক্লাবের বিপক্ষে বসুন্ধরা কিংসের অতীত ইতিহাস পুষ্টকর। ২০২০ সালে প্রথমবার এএফসি কাপে খেলতে নেমে টিসি স্পোর্টসকে হারিয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পরের দুই আসরেও মালদ্বীপ ক্লাব মাজিয়া পাত্তা পায়নি কিংসের সামনে। দ্বীপ দেশের ক্লাবের বিপক্ষে ইতিহাসের ধারাটি ধরে রাখার প্রত্যয় অস্কার ব্রুজোনের দলের। এবারও মালদ্বীপ জয়ের আশা আনিসুর রহমান জিকো-বিশ্বনাথ ঘোষদের। আজ মালেতে গ্রুপ ‘ডি’তে নিজেদের প্রথম ম্যাচে মাজিয়ার মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে খেলাটি।
মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে অতীতে দু’বার মুখোমুখি হওয়া কিংস জিতেছিল সব কটিতে। ২০২১ সালে ২-০ এবং গত মৌসুমে জিতেছিল ১-০ গোলে। দ্বীপ দেশের ক্লাবটির বিপক্ষে এবারও জয়ের ধারাটা ধরে রাখার প্রত্যয় কোচ অস্কার ব্রুজোনের, ‘মালদ্বীপে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। এখানকার সবকিছুই আমার চেনা। আর প্রতিপক্ষ মাজিয়া সম্পর্কেও আছে আমার ভালো ধারণা। সবচেয়ে বড় বিষয় হলো, তাদের বিপক্ষে কখনোই হারিনি আমরা। এবারও মাজিয়াকে হারানোর লক্ষ্য নিয়েই মালেতে এসেছি।’
এই মৌসুমে এএফসি কাপের খেলাগুলো হবে হোম অ্যান্ড অ্যাওয়েভিত্তিতে। সে ক্ষেত্রে প্রথম ম্যাচটি অ্যাওয়ে হওয়ায় কিছুটা চ্যালেঞ্জ অবশ্যই আছে কিংসের জন্য। তবে টানা চারবার দেশের ফুটবলের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হওয়া বসুন্ধরা আছে দারুণ ফর্মে। এএফসির সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে শারজাহর কাছে হারার আগে দারুণ লড়াই করেছিলেন বিশ্বনাথ ঘোষ-রাকিব হোসেনরা।
এএফসির দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব আবাহনী লিমিটেডই গ্রুপ পর্বের বাধা পার হয়ে ইন্টার জোনাল প্লে-অফের সেমিফাইনাল খেলেছিল। বসুন্ধরা কিংসের স্বপ্ন আরও বড়। তবে আপাতত গ্রুপ পর্বের ম্যাচ নিয়েই বেশি ভাবছে তারা। গ্রুপ ‘ডি’তে মাজিয়া ছাড়াও কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িশা ও মোহনবাগান সুপার জায়ান্টস। শক্তি এবং অতীত পরিসংখ্যানে কিংসের নকআউট পর্বে বড় বাধা মোহনবাগান। এখন কলকাতার ঐতিহ্যবাহী এই ক্লাবকে নিয়ে ভাবছে না বসুন্ধরা। আপাতত মালদ্বীপ জয়ের লক্ষ্য ক্লাবের।
মন্তব্য করুন