- খেলা
- হাথুরুর অবর্তমানে টাইগারদের হেড কোচ নিক পোথাস
হাথুরুর অবর্তমানে টাইগারদের হেড কোচ নিক পোথাস
-samakal-65096cc2c0fbb.jpg)
নিক পোথাস
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের। প্রথম দুই ওয়ানডেতে দলের সঙ্গে থাকছেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও।
স্ত্রীর অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতে কিউইদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার না থাকার বিষয়টি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। মঙ্গলবার তিনি জানান, হাথুরুর অবর্তমানে দলের হেড কোচের ভূমিকা পালন করবেন সহকারী কোচ নিক পোথাস। তবে শেষ ওয়ানডের আগে হাথুরুসিংহের দলে যোগ দেওয়ার কথা।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে জানান, পারিবারিক কারণে কয়েকদিন ছুটিতে আছেন হাথুরুসিংহে, 'যেহেতু তার স্ত্রীর একটা বড় সার্জারি আছে। হাথুরুসিংহে দুইটা ওয়ানডেতে থাকবে না। যেহেতু তার স্ত্রীর সার্জারি আছে, ২৫ তারিখে আসবে। ২৬ তারিখ যোগ দেবে। এই সময়ে আমরা নিক পোথাসকে নিয়োগ দিয়েছি।'
২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রধান ওয়ানডে, ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ। ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা সাকিব আল হাসানদের।
মন্তব্য করুন