- খেলা
- তানজিম তার ভুল বুঝেছে, বিশ্বাস মিরাজের
তানজিম তার ভুল বুঝেছে, বিশ্বাস মিরাজের

ভারতের বিপক্ষে তানজিম-মিরাজের উইকেট উদযাপন। ছবি: এএফপি
সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজে লিঙ্গ বৈষম্যমূলক পোস্ট দেওয়ায় বিসিবির কাছে ভুল স্বীকার করেছেন এশিয়া কাপ দিয়ে জাতীয় দলে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব। বিসিবি তাকে সতর্ক করেছে এবং পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছে।
বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তানজিম তার স্ট্যাটাস সম্পর্কে বলেছেন, ‘আমি এর দায় নিচ্ছি, আমি নারী বিদ্বেষী নই। আমার মা একজন নারী। আমি কোনদিনই নারী বিদ্বেষী ছিলাম না।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। ইসলামে নারী বিদ্বেষের সুযোগ নেই উল্লেখ করে এই ডানহাতি স্পিনার বলেছেন, তানজিমের উপস্থাপনা ভুল ছিল। যেটা সে বুঝতে পেরেছে।
স্ট্যাটাসে তানজিমের ছবি দিয়ে মিরাজ লিখেছেন, ‘আমি নিশ্চিত, তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্যে কিছু বলোনি। হয়ত তোমার উপস্থাপনা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছ। বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ, সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। ৪১ অনুচ্ছেদ নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে।’
‘তেমনই ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। কন্যা-সন্তানকে সবচেয়ে বড় নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে এবং স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না।’
তানজিমের উজ্জ্বল ভবিষ্যত কামনায় মিরাজ বলেছেন, ‘সামনে তোমার এক দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশ ক্রিকেট দলকে তোমার অনেক কিছু দেওয়ার আছে। শুভকামনা রইলো, তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক। সরল সত্যের পথে অটুট থাকো।’
মন্তব্য করুন