ভারতে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠবে। তার আগে আসরে অংশ নেওয়া দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান তেমনি ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে। 

কিন্তু বাবর আজম-শাহিন আফ্রিদিদের ম্যাচটি খেলতে হবে ফাঁকা গ্যালারিতে। কারণ বিসিসিআই দর্শক প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিবিআই-এর কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, ‘ম্যাচটি দর্শক শূন্য গ্যালারিতে আয়োজন করা হবে। যারা এরই মধ্যে তাদের টিকিট বুকিং দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।’ বিসিসিআই এরই মধ্যে টিকিট বিক্রির স্বত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান বুকমাইশপ’কে অর্থ ফেরত দেওয়ার নোটিশ দিয়েছে। 

পাকিস্তানের প্রস্তুতি ম্যাচটি দর্শক শূন্য গ্যালারিতে আয়োজনের কারণ হিসেবে হায়দরাবাদের আইন-শৃঙ্খলাবাহিনী নিরাপত্তা দিতে অপারগতার কথা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছ। ২৮ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জন ও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান আছে। 

যে কারণে স্থানীয় প্রশাসন পরদিন অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ক্রিকেট ম্যাচ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারবে না বলে বিসিসিআই’কে চিঠি দিয়ে জানিয়েছে। এর আগে ধর্মীয় উৎসবে নিরাপত্তা দেওয়ার কারণে বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।