বার্সেলোনার এক ‘রোনালদো’ আবিষ্কার

বার্সার জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোল ফেলিক্সের। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৭
নতুন রোনালদো খ্যাতি পাওয়ায় রেকর্ড ১২৬ মিলিয়ন ইউরো দিয়ে পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্সকে কিনেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রতিভাবান এই তরুণে সাধ্যের বাইরে অর্থ খরচ করেও সেরাটা পায়নি রোজি ব্লাঙ্কোসরা।
বাধ্য হয়ে তাকে চেলসির কাছে ধারে ছেড়ে দিয়েছিল অ্যাথলেটিকো। সেখানেও সুবিধা করতে না পারা ফেলিক্সকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা।
কাতালুনিয়ায় এসেই বাজিমাত করেছেন ফেলিক্স। জাভি আর তিকিতাকার ছোঁয়া পেতেই যেন বার্সার জার্সিতে ‘নতুন রোনালদো’ হিসেবে আর্বিভাব হয়েছে তার। কাতালানদের জার্সিতে দুই ম্যাচ খেলে ফেলিক্স অন্তত তেমনই আশা দিয়েছেন।
লিগ ম্যাচে রিয়ালের বেটিসের বিপক্ষে অভিষেক ম্যাচেই ২৫ মিনিটে গোল করে খাতা খোলেন ফেলিক্স। চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে জোড়া গোল করেছেন এই লেফট উইঙ্গার। ঘরের মাঠে এন্টিওয়ার্পের বিপক্ষে তার ডাবলে ৫-০ গোলে জিতেছে বার্সা।
ফেলিক্স এদিন ম্যাচের ১১ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন। ৬৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের দলের প্রথম ম্যাচে গোল পেয়েছেন রর্বাট লেভানডভস্কি ও পাবলো গাভি।