ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

আলভারেজ এখন ম্যানসিটির ম্যাজিক ম্যান

আলভারেজ এখন ম্যানসিটির ম্যাজিক ম্যান

ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫২ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:৫২

ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন মাত্র ১৩ মাস হয়েছে। এর মধ্যে গোল করে সবার নজর কেড়েছেন হুলিয়ান আলভারেজ। যদিও প্রতি ম্যাচেই তাঁর মাঠে থাকা হয় না। দলের প্রয়োজনে তাঁকে নামিয়ে দেন কোচ পেপ গার্দিওলা। আর তাঁর আস্থার প্রতিদান দিয়েই তবে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন। 

সর্বশেষ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে রেড স্টার বেলগ্রেডকে ২-১ গোলে পরাজিত করে সিটি। যে ম্যাচে জোড়া গোল করেন হুলিয়ান। তবে অন্য দিনের মতো হলেও এত আলোচনা হতো না। দুই গোলের মধ্যে একটিতে যে ছিল ম্যাজিক। 

ফ্রি কিক থেকে সেই ম্যাজিক দেখান আলভারেজ। তাতে ফ্রি কিক মাস্টার লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। ২০০৯ সালের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৭তম মিনিটে আরলিং হালান্ডের বাড়ানো বল থেকে সিটিকে এগিয়ে দেন আলভারেজ। দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বাঁকানো এক ফ্রি কিক থেকে প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বনে পাঠান ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যানসিটিকে বাকি গোলটি উপহার দেন রদ্রি। তবে আগের চেয়ে অনেক বেশি গার্দিওলার প্রিয় হয়ে গেছেন আলভারেজ। 

ম্যাচের পরও যেমনটা বলেছেন তিনি, ‘মৌসুমটা দারুণভাবে শুরু করতে পেরে আমি আনন্দিত। কোচিং স্টাফরা আমার ওপর আস্থা রেখেছেন। আমিও তাদের সেই আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। সতীর্থও খুব হেল্পফুল। আমার লক্ষ্য থাকে দলকে এবং সতীর্থদের সহায়তা করা।’

এদিকে একই দিন জয় পেয়েছে বার্সা ও পিএসজি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে খুবই আত্মবিশ্বাসী পিএসজি। যে ম্যাচে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও। ম্যাচের পর কোচ লুইস এনরিকের কণ্ঠে এমবাপ্পের প্রশংসা। তাঁর কাছে এখন কিলিয়ানই বিশ্বসেরা, ‘সত্যি বলতে সে সেরা ফুটবলার। তার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। তার মতো একজনকে ড্রেসিংরুমে দেখতে পেরে আমি আনন্দিত।’

আরও পড়ুন