ক্রিকেট ছাড়ার পর গলফ খেলবেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২২ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১১:২২
ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন গতবছর। জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটে নিজের সেরাটা দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ সামনে রেখে বেন স্টোকস ওয়ানডেতে ফিরে এসেছেন আবার। বিশ্বকাপ শেষে ওয়ানডে খেলা চালিয়ে যাবেন নাকি আবার অবসরে যাবেন তা নিশ্চিত না করলেও স্টোকস জানিয়েছেন ক্রিকেট পরবর্তী তার লক্ষ্যের কথা।
এমনিতেই মহাব্যস্ত ৩২ বছয় বয়সী ইংলিশ এই ক্রিকেটার। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক তিনি। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। তার উপর আছে চোটে পড়ার প্রবণতা। অলরাউন্ডার হলেও বিশ্বকাপে ইংল্যান্ড দল স্টোকসের থেকে শতভাগ সার্ভিস পাচ্ছে না। ভারত বিশ্বকাপে স্টোকস খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে। কারণ, হাঁটুর চোটে বোলিংয়ে দৌড়াতে পারবেন না তিনি। তাই ক্রিকেট নিয়ে একটা সিদ্ধান্তে আসবে স্টোকস।
ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের সঙ্গে কথা বলার সময় এ ইংলিশ এই ক্রিকেটার বলেন, 'আমি ক্যারিয়ারের পরের দিকের ধাপে আছি, ফলে কিছু ব্যাপারে অবশ্যই ভাবতে হবে। সব বন্ধ করে দিতে পারব না, কারণ, কিছু না কিছু করতেই হবে আমার।'
এরপর যোগ করেছেন, 'যখন খেলা শেষ করব, নিজেকে ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকছি না, এমনটা দেখি না আমি। কোচিংয়ে ঢুকতে পারলে ভালো লাগবে। আর যতটা পারি গলফ খেলব।'