ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল জাপান

বাংলাদেশকে গোলবন্যায় ভাসাল জাপান

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৬

এশিয়ান গেমসে নারীদের ফুটবলে আজ ২০১১ বিশ্বচ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম ম্যাচও। আগে থেকেই অনুমিত ছিল, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা সহজ হচ্ছে না সাবিনাদের জন্য। সেটিই সত্য হয়ে ধরা দিল। জাপানের মেয়েরা বাংলাদেশকে গোলবন্যায় ভাসিয়েছে ৮-০ ব্যবধানে। 

চীনের ওয়েনজুর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছিল জাপানের আধিপত্য। টানা আক্রমণ চালিয়ে একের পর এক গোল আদায় করে নিয়েছে তারা। প্রথমার্ধেই চার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জাপানের হয়ে ষষ্ঠ মিনিটে গোল আদায় করেন চিবা রেমিনা। এরপর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান মোমোকো তানিকাওয়া। ২৯ মিনিটে চিবা নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। প্রথমার্ধের শেষ মিনিটে আবারও পেনাল্টি পায় জাপান। এবার গোল করেন ইউজুহো শিওকোসি।

বিরতি থেকে ফিরে মায়া হিজিকাতা ৪৯ মিনিটে ৫-০ করেন। ৫৮ মিনিটে কতনো সাকাকিবারা যোগ দেন গোলের মিছিলে। ৮০ মিনিটে তানিকাওয়ার সৌজন্যে সপ্তম গোল পায় জাপান। ৮৫ মিনিটে সাকিবারা আরও একটি গোল করলে স্কোর দাঁড়ায় ৮-০ তে।

বাংলাদেশ দল ২৫ সেপ্টেম্বর পরের ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে। 

আরও পড়ুন