বাংলাদেশে এসে জয়, অসাধারণ মানছেন শোধি

৩৭ রানে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নেওয়া শোধির উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৬
বিশ্বকাপের আগে ওয়ানডে খেলার সুযোগ পাওয়া এবং বাংলাদেশের মতো কন্ডিশনে এসে জয় পাওয়া অসাধারণ ব্যাপার বলে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার ইশ শোধি। ব্যাট হাতে লোয়ার অর্ডারে ৩৫ রানের কার্যকরি ইনিংস খেলার পরে বল হাতে ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে শোধি জানান, এখানে পূর্বে তারা ভালো ক্রিকেট খেলেননি, ‘খুব ভালো একটা দিন। ঐতিহাসিকভাবে আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারিনি, ওই হিসেবে এটা খুব ভালো একটা জয়। দ্বিতীয় ইনিংসে এখানে বল স্পিন হবে, টস জিতে ব্যাটিং নেওয়ার এটা একটা বড় কারণ।’
রাচিন রবিন্দ্র এবং ম্যাককনচি বলে টার্ন পাচ্ছিলেন বলেও উল্লেখ করেছেন শোধি, ‘এমনকি রাচিন এবং ম্যাককনচি বলে স্পিন পাচ্ছিল। বিশ্বকাপের আগে ওয়ানডে ক্রিকেট খেলতে পারা খুব ভালো ব্যাপার। কিন্তু এখানে খেলা খুব কঠিন। ওই হিসেবে অসাধারণ এক জয়।’
ইশ শোধি এই ম্যাচে মানকাড আউট হয়েছিলেন। ইনিংসের ৪৬তম ওভারে তাকে মানকাডিং করেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। থার্ড আম্পায়ারের সহায়তা নিয়ে মাঠে থাকা আম্পায়ার তাকে আউটও দেন। পরে অধিনায়ক লিটন আউট প্রত্যাহার করে তাকে ক্রিজে ফিরিয়ে আনেন। বিষয়টি নিয়ে শোধি বলেছেন, ‘মানকাডের পর লিটন আমাকে ফিরিয়ে আনায় খুব ভালো লেগেছে।’