লিভারপুলের ত্রিফলার বিদ্ধ ওয়েস্টহ্যাম

ওয়েস্ট হ্যামের বিপক্ষে নুনিয়েজ। ছবি: লিভারপুল এফসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:২৩
ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগ ম্যাচে ৩-১ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। গোল পেয়েছেন দলটির আক্রমণভাগের তিন ফুটবলার।
রোববার অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে লিড নেয় লিভারপুল। গোল করেন দলটির সেরা তারকা মোহামেদ সালাহ। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তিনি।
প্রথমার্ধে ওই গোল শোধ করে ম্যাচে ফেরে ওয়েস্ট হ্যাম। ৪২ মিনিটে দলটির হয়ে গোল করেন জার্ডন বোয়েন।
দ্বিতীয়ার্ধে গোল করে আবার ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় লিভারপুল। দলটির উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনিয়েজ ৬০ মিনিটে দলকে ২-১ গোলের লিড এনে দেন।
শেষ দিকে ওয়েস্ট হ্যামের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পর্তুগিজ স্ট্রাইকার ডিয়াগো জোটা। বদলি নেমে ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন তিনি। এই জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠলো জার্গেন ক্লপের দল।