ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

নেতৃত্ব উপভোগ করতে চান শান্ত

নেতৃত্ব উপভোগ করতে চান শান্ত

Advertisement
Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:২১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:২১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে ছিলেন এশিয়া কাপে চোটে পড়া শান্ত। এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না খেলায় প্রথম দুই ম্যাচে অধিনায়কত্ব করেন তার ডেপুটি লিটন দাস।

টাইগার ওপেনার বিশ্রাম পেয়েছেন শেষ ম্যাচে। সাকিব-লিটন কেউ না থাকায় স্বাভাবিকভাবেই শান্তকেই বেছে নেয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন এই ব্যাটার। 

ম্যাচের আগের দিন আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা। শান্ত বলছিলেন, 'আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।'

সামনের দিকে দেশকে নেতৃত্ব দেওয়ার আবারও সুযোগ পেলেও সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন নয়া অধিনায়ক। তিনি বলেন, 'শুরু থেকে আমার জার্নিটা খুব ভালো যাচ্ছে। এখনও ভালো চলছে। কিন্তু আরও অনেক দূর যাওয়ার বাকি। আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। সেটা ভালো হোক আর খারাপ আমি উপভোগ করি। আমার মনে হয় দেশকে নেতৃত্ব দেওয়া প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আমার সামনে যদি সামনেও এই সুযোগ আসে আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করব।'

নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। কাল হারলে সিরিজ হারতে হবে বাংলাদেশকে। এমন সমীকরণের ম্যাচে নেতৃত্ব পেয়ে চাপ নয়, বরং উপভোগ করছেন তিনি, 'এটা চ্যালেঞ্জ নয়, আমার কাছে মনে হয় আনন্দের। খুব ভালো লাগছে এমন সুযোগ পেয়ে। সামনে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ। সবমিলিয়ে ব্যক্তিগতভাবে আমি যদি ভালোভাবে শেষ করতে পারি ম্যাচটা, আমার ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিমও একটা ভালো অবস্থায় থাকবে।'

আরও পড়ুন