কার নেতৃত্ব উপভোগ করেন, জানালেন শান্ত
-samakal-6511579969e58.jpg)
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৯ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৪৯
নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান্ত। বাংলাদেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে মঙ্গলবার টস করতে নামবেন এই ব্যাটার। অধিনায়ক হিসেবে আজ এসেছেন গণমাধ্যমের সামনে।
স্বাভাবিক ভাবেই নাজমুলের কাছে প্রশ্ন ছুটে যায়, অধিনায়ক হিসেবে কাকে অনুসরণ করা হয়? বাঁহাতি এই ব্যাটার খোলামেলাভাবে জানিয়েছেন, অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্ব তিনি খুবই উপভোগ করেন।
শান্ত বলেন, 'ঐভাবে কোনো অনুপ্রেরণা আসলে নেই। তবে ব্যক্তিগতভাবে আমার সাকিব ভাইয়ের ক্যাপ্টেনসি বলেন বা ওনার পরিকল্পনা বলেন বা মাঠে ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করা আমি খুবই উপভোগ করি। বিপিএলে উনার দলে ছিলাম আমি। সে সময় দেখেছি। তাছাড়া এমএস ধোনির নেতৃত্বের কৌশলটাও অনুসরণ করেছি।'
শান্তর ক্যারিয়ারে এসেছে অনেক ঝড়ঝাপটা। একসময় শুনেছেন সীমাহীন দুয়ো। সুসময়টাকে আগলে রাখলেও দূরে ঠেলে দেননি দুঃসময়কেও। উপভোগ করেন প্রতিটি মুহূর্ত, 'শুরু থেকেই জার্নিটা ভালো যাচ্ছে, এখনও অনেক দূর যাওয়া বাকি। ভালো সময় হোক বা খারাপ সময় প্রত্যেকটা সময় উপভোগের চেষ্টা করেছি। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। এটা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমার এক ম্যাচের জন্য সেই সুযোগ এসেছে। আবার আসলে ভালোভাবে করার চেষ্টাই থাকবে।'