ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ড সিরিজ

শেষ ওয়ানডের স্কোয়াডে ডাক পেলেন খালেদ-আফিফ

শেষ ওয়ানডের স্কোয়াডে ডাক পেলেন খালেদ-আফিফ

আফিফ হোসেন ও খালেদ আহমেদ

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে পেসার সৈয়দ খালেদ আহমেদ ও ব্যাটার আফিফ হোসেনকে যুক্ত করা হয়েছে। তাদের নিয়ে স্কোয়াডের সদস্য এখন ১৫ জন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের জন্য ১৪ জনের দল দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া খালেদ তাতে বাদ পড়েছিলেন। কিন্তু তাসকিন আহমেদ কিছুটা অসুস্থ থাকায় তাকে ফিরিয়ে আনা হয়েছে।

তবে আফিফ হোসেন স্কোয়াডে ডাক পেয়েছেন অনেকটা চমক হিসেবে। এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের পর দলে জায়গা হারিয়েছিলেন তিনি। তাকে আবার বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন তৃতীয় ওয়ানডে দিয়ে ফেরার পথে ছিলেন। কিন্তু পেটের পীড়ায় আক্রান্ত হওয়ায় তাকে বিশ্রামে পাঠিয়েছেন চিকিৎসকরা। তাসকিন ছিটকে পড়ায় খালেদই ছিলেন সেরা বিকল্প। কেননা, আগের ম্যাচে কিউইদের বিপক্ষে জুতসই বল করে ৩ উইকেট নেন তিনি।

মঙ্গলবার দুপুর ২টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ ম্যাচ শুরু হবে।

এর আগে গতকালই বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।

আরও পড়ুন