আশরাফুলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৫৫ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ০৪:৫৫
বিশ্বকাপ দল নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচক প্যানেলকে প্রতিনিয়ত একটা মানসিক চাপের ভেতর দিয়ে এগোতে হয়েছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে মতৈক্যে পৌঁছাতে পারলেও শেষ ফাঁড়ি বলে একটা কথা থাকে দেশের ক্রিকেটে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন ছাড়া দল চূড়ান্ত হয় না। তার সামনে ফাইনাল সে তালিকা উপস্থাপন করা হবে আজ দুপুরের (১টায়) মিটিংয়ে। এরপর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ইনিংস বিরতিতে ঘোষণা করা হবে বিশ্বকাপ দল। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই করা হতে পারে তা।
এর আগে সেই স্কোয়াড কেমন হলে ভালো হবে তা তুলে ধরেছেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নিজের মতে সেরা একাদশের নাম দিয়েছেন তিনি। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি স্কোয়াড নিয়ে আলোচনা করেন আশরাফুল।
আশরাফুলের স্কোয়াডে উদ্বোধনী ব্যাটার হিসেবে তামিম ইকবাল এবং লিটন দাস। আর বিকল্প ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমকে স্কোয়াডে রেখেছেন সাবেক এই ক্রিকেটার। তিন ওপেনারের সঙ্গে টপ অর্ডারে আছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি ভালো ফর্মে আছেন তিনি।
মিডল অর্ডারে আছে বেশ কিছু অভিজ্ঞ নাম। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আছেন তরুণ তাওহিদ হৃদয়। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মাহেদী ও মিরাজ। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। আর পেস ইউনিটে আছেন চারজন-তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
এই ১৫ জনের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন আরও ৩ জন। এই তালিকায় জায়গা পেয়েছেন-তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ ও রিশাদ হোসেন।
আশরাফুলের বিশ্বকাপ দল: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।
রিজার্ভ : তানজিম হাসান সাকিব, সৈয়দ খালেদ আহমেদ ও রিশাদ হোসেন।