বাবা সভাপতি, মেয়ে শুটার

এশিয়ান গেমসে রনদ্বীর সিং ও তার মেয়ে রাজেশ্বরী।
ক্রীড়া প্রতিবেদক, হ্যাংঝু (চীন) থেকে
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৩:৩৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৬
কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে ছিলেন বাবা রনদ্বীর সিং। হ্যাংঝুর অলিম্পিক স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে মার্চ পাস্টে মেয়ে রাজেশ্বরী কুমারী। ২৩ সেপ্টেম্বর প্রযুক্তির ছোঁয়ায় এশিয়ান গেমসের যে বর্ণিল উদ্বোধন হয়েছে, সেই মুহূর্তটি বাবা রনদ্বীর সিংয়ের মতো মেয়ে রাজেশ্বরীর জন্যও বিশেষ কিছু। এবারের এশিয়াডে ভিন্ন চরিত্রে ভারতের এ দু’জন।
এশিয়ান অলিম্পিক কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতির মতো গুরুদায়িত্ব রনদ্বীরের। আর তাঁর মেয়ে রাজেশ্বরী ভারতের জার্সিতে শুটিংয়ে অংশ নিচ্ছেন।
শুটিং পরিবারে বেড়ে ওঠা রনদ্বীর সিং একসময় দেশের সেরা শুটারদের একজন ছিলেন। পাঁচটি অলিম্পিক গেমসে অংশ নেয়ার সঙ্গে তাঁর হাত ধরেই ১৯৭৮ এশিয়ান গেমসে প্রথমবার শুটিংয়ে স্বর্ণ জিতেছিল ভারত। এক বছর পর ভারতের সম্মানজনক অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বর্তমানে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সর্বোচ্চ পদে থাকা রনদ্বীর। অথচ তাঁর বাবা বালিন্দ্রা সিং ছিলেন ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটার।
রনদ্বীর নিজে ক্রিকেটার না হয়ে যেমন শুটার হয়েছেন, তেমনি মেয়েকেও শুটিংয়ের গুলি চালাতে শিখিয়েছেন। চীনের হ্যাংঝুর এশিয়ান গেমসের কর্মব্যস্ততার মধ্যেও শুটার মেয়ে রাজেশ্বরীকে নিয়ে কথা বলেছেন রনদ্বীর, ‘আমি খুবই গর্বিত যে আমার মেয়ে এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতকে প্রতিনিধিত্ব করছে। আমার বাবাও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ভারত অলিম্পিক অ্যাসোসিয়েশনের মতো বড় পর্যায়ে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর ছেলে হয়ে আমি বর্তমানে এশিয়ান অলিম্পিক কাউন্সিলেল মতো বড় জায়গায় সভাপতির দায়িত্ব পালন করছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
বাবা রনদ্বীর যখন গেমস সফলভাবে আয়োজনে ব্যস্ত, মেয়ে রাজেশ্বরী তখন শুটিং রেঞ্জে লড়াইয়ের অপেক্ষায়। ভারতের হয়ে এখনও বড় শুটার হতে না পারলেও দেশকে প্রতিনিধিত্ব করতে পারাই যেন বড় রাজেশ্বরীর কাছে। ‘স্বপ্ন নিয়েই সবাই বেঁচে থাকে। আমারও স্বপ্ন ছিল দেশের হয়ে এশিয়ান গেমসে খেলব। মার্চ পাস্টে যখন দেশকে প্রতিনিধিত্ব করছি, তখন অন্যরকম একটা ইমোশন কাজ করেছিল। আরও ভালো লেগেছে আমার বাবা ছিলেন সেখানে।’
২০১৪ সালে ট্র্যাপ শুটিং ক্যারিয়ারে নাম লেখান রাজেশ্বরী। এশিয়ান গেমসের জন্য শুটারদের নিয়ে যে প্রতিযোগিতা হয়, গত জুনে বোপালে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স করায় ভারতের হয়ে এশিয়ান গেমসে খেলার সুযোগ পান ৩১ বছর বয়সী এ শুটার। আগস্টে বাকুতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পঞ্চম হওয়ায় ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার টিকিটও নিশ্চিত হয়েছে রাজেশ্বরী কুমারীর। বাবার অনুপ্রেরণা আর নিজের চেষ্টায় এশিয়াডে সাফল্যের গল্প লিখতে চান তিনি।