ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

আইফোন হারিয়েছেন 'ভুলোমনা' রোহিত

আইফোন হারিয়েছেন 'ভুলোমনা' রোহিত

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৬

ভারতের মাটিতে পাঁচ দিন পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে ঘরের মাটিতে আইসিসির মেগা টুর্নামেন্ট শুরুর আগে বেশ বিপাকেই পড়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে হারিয়ে ফেলেছেন নিজের আইফোন।

এমনিতে দরকারি জিনিস ভুলে যাওয়ার ব্যাপারে 'সুনাম' রয়েছে রোহিতের। মাঝেমাঝেই পাসপোর্ট, ফোন, দরকারি কাগজ ভুলে যান বা হোটেলে ফেলে আসেন। জানা গেছে, রাজকোটে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের আগে নিজের আইফোন হারিয়ে ফেলেছেন রোহিত। এখনও তা খুঁজে পাননি।

ম্যাচের আগের দিন অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলন এবং ম্যাচের প্রস্তুতি নিতে নেট সেশনে অংশ নিয়েছিলেন রোহিত। এরই এক ফাঁকে তার আইফোনটা হারিয়ে যায়। পরে ফোনটি সুইচ্‌ড অফ পাওয়া যায়। লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে, শেষ বার সেটি রিং রোডে দেখা গিয়েছে। রোহিত এখনও পুলিশে অভিযোগ জানাননি। কিন্তু ফোনটি এখনও পাওয়া যায়নি। ভারতীয় দল রাজকোট ছেড়ে বৃহস্পতিবারই গৌহাটি চলে এসেছে।

প্রসঙ্গত, ফোন, ওয়ালেট, আইপ্যাড হারিয়ে ফেলা রোহিতের কাছে নতুন নয়। এমনকি তিনি বিয়ের আংটিও হারিয়ে ফেলেছিলেন একবার। বছর ছয়েক আগে একটি অনুষ্ঠানে বিরাট কোহলি প্রথম রোহিতের এই ভুলোমনের কথা বলেছিলেন। পরে আজিঙ্কা রাহানেও একই কথা বলেছেন।

কিছু দিন আগেই এশিয়া কাপ জিতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় দল। একে একে সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা উঠে পড়েছিলেন টিম বাসে। সবার শেষ ওঠেন অধিনায়ক রোহিত শর্মা। বাস ছাড়ব ছাড়ব করছে, ঠিক তখনই ছুটে এসে হোটেলের এক কর্মী জানান, নিজের পাসপোর্টই হোটেলের ঘরে ভুলে ফেলে রেখে এসেছেন রোহিত। এ কথা শুনে হাসির রোল ওঠে বাসে। লজ্জায় পড়ে যান রোহিত নিজেই। আর একটু হলে দেশে ফেরাই হচ্ছিল না তার। শেষ মুহূর্তে বেঁচে যান ভারত অধিনায়ক।

আরও পড়ুন