ঢাকা বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

চোট নাকি বিশ্রামে সাকিব!

চোট নাকি বিশ্রামে সাকিব!

Advertisement
Advertisement

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:০২

গৌহাটিতে ম্যাচ শুরুর পরই ধারাভাষ্যকার দীনেশ কার্তিক খবরটা দিয়েছিলেন। আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে নাকি চোট পেয়েছেন সাকিব আল হাসান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাংলাদেশ অধিনায়ক। তাঁর বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ।

সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার মুস্তাফিজুর রহমানও খেলেননি এই ম্যাচ। 

শান্ত অবশ্য শুরুতে না নামলেও মাঝখানে কয়েক ওভার ফিল্ডিং করেছেন। মুস্তাফিজ ফিল্ডিং, বোলিং কিছুই করেননি। তাদের নিয়ে কোনো শঙ্কা নেই, দু’জনই সুস্থ আছেন। দুশ্চিন্তা হলো সাকিবকে নিয়ে। 

অবশ্য সাকিবের না খেলা নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। একটি সাবেক ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক যেটা বলেছেন। আগের দিন রাতে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। প্রথমে শোনা গিয়েছিল গোড়ালি বেশ ফুলে গেছে সাকিবের। ইংল্যান্ডের বিপক্ষে ২ অক্টোবরের প্রস্তুতি ম্যাচ তো বটেই, ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচও নাকি মিস করতে পারেন তিনি। এমনিতেই তামিম ইকবালের স্কোয়াডে না থাকা নিয়ে বিতর্কে জেরবার অবস্থা, তার ওপর আসর শুরুর আগেই সাকিবের চোট! বাংলাদেশের জন্য বড় আঘাতই। 

যদিও কিছুক্ষণ পরই শোনা যায়, চোট ততটা গুরুতর নয়। পরের প্রস্তুতি ম্যাচেই খেলতে পারবেন তিনি। তবে আরেকটি সূত্র জানিয়েছে, সাকিবের কোনো চোট নেই, বিশ্রামে আছেন তিনি। তবে এ বিষয়ে বিসিবি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। দলের সঙ্গে থাকা কর্মকর্তারাও ফোন ধরছেন না। তাই বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা থাকছেই।

তবে সাকিব না থাকলেও প্রস্তুতি ম্যাচে খুব একটা খারাপ করেনি বাংলাদেশ। মিরাজের পরিচালনায় দল ভালোই করেছে। গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে লঙ্কান ওপেনাররা ভালোই দাপট দেখান। তবে বাংলাদেশের স্পিনাররা ঘুরে দাঁড়ান। তাই দারুণ ওপেনিং জুটির পরও খুব বেশি দূর যেতে পারেনি লঙ্কানরা। 

জবাব দিতে নেমে বাংলাদেশি দুই ওপেনারও দুরন্ত সূচনা করেন। লিটনের ব্যাটে ছন্দের দেখা মিলেছে। তবে এই প্রস্তুতি ম্যাচে চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। তরুণ এ ওপেনারের দুর্দান্ত শট যেমন গ্যালারিতে থাকা স্থানীয়দের মুগ্ধ করেছে, তার চেয়েও বেশি স্বস্তি দিয়েছে বাংলাদেশ শিবিরে। বাঁহাতি এ ওপেনার বিশ্বকাপেও যদি এমন ব্যাটিং ধরে রাখতে পারেন, তাহলে সব বিতর্ক ভুলে বড় স্বপ্ন দেখা শুরু করবে দেশবাসী।

আরও পড়ুন