রোমানের দিকেই তাকিয়ে সবাই

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ | ০৩:২২
তীর-ধনুকে বাংলাদেশের ভরসার প্রতীক রোমান আবার দেশের জার্সিতে নামছেন।
নিষেধাজ্ঞা পুরোপুরি না উঠলেও শর্তসাপেক্ষে তাঁকে এশিয়ান গেমসে খেলার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক আরচারি ফেডারেশন। তারই ধারাবাহিকতায় ফুয়েং ইয়েনহো স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ বিভাগে আজ নিশানাভেদে নামছেন রোমান সানা। একই সঙ্গে নারী বিভাগেও খেলবেন তাঁর স্ত্রী দিয়া সিদ্দিকী।
রোমানের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার দিনে অবশ্য কোনো পদকের লড়াই নেই। রোববার শুধু কোয়ালিফিকেশন রাউন্ডে খেলবেন তীরন্দাজরা। প্রতিজন ৭২টি তীর মারার পর স্কোরের ভিত্তিতে নির্ধারণ হবে প্রতিপক্ষ।
কোয়ালিফিকেশন রাউন্ডে ভালো করলে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে বাংলাদেশের আরচারদের জন্য।
- বিষয় :
- এশিয়ান গেমস
- রোমান সানা
- আর্চারি