ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩

ইনজুরিতে মার্টিনেজের বছর শেষ

ইনজুরিতে মার্টিনেজের বছর শেষ

ইনজুরিতে ম্যানইউ ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ। ছবি: ফাইল

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৬:১৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৬:১৪

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিয়ান্দ্রো মার্টিনেজ বড় ইনজুরিতে পড়েছেন। তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তার। ওই হিসেবে চলতি বছর তার মাঠে নামা হবে না বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দি অ্যাথলেটিক। 

পায়ের পাতার ইনজুরিতে পড়েছেন মার্টিনেজের। মেটাটারশাল ভেঙে গেছে তার। সার্জারি করানো হয়েছে পায়ে। যে কারণে লম্বা সময় মাঠের বাইরে তিনি। তার ওই পায়ে দ্বিতীয়বার সার্জারি করাতে হবে। 

ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন মার্টিনেজ। ওই ইনজুরি কাটিয়ে প্রাক মৌসুমে দলে ফিরেছিলেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। কিন্তু পুনরায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই ডিফেন্ডার। 

চলতি মৌসুমে ম্যানইউ কোচ এরিক টেন হাগ ভালো কিছুর আশা দেখাচ্ছিলেন। কিন্তু দলটির ডিফেন্ডারররা একের পর এক ইনজুরিতে পড়ায় ভালো অবস্থানে নেই তার দল। লিগে এরই মধ্যে সাত ম্যাচের চারটি হেরে দশে নেমে গেছে ম্যানইউ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হেরে শুরু করেছে।  

মার্টিনেজ, লুক শ’, টায়মাল মালাশিয়া, ইয়ান বিশাক্কা ও সের্গিও রেগিলিয়ন ইনজুরিতে আছেন। তাদের ধাক্কা সামলে ওঠা দলটির জন্য কঠিন হয়েছে।

আরও পড়ুন