ঢাকা বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

গৌহাটির আকাশ পরিষ্কার, বাংলাদেশের ম্যাচ নিয়ে আশা

গৌহাটির আকাশ পরিষ্কার, বাংলাদেশের ম্যাচ নিয়ে আশা

ছবি: টুইটার

Advertisement
Advertisement

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৭:৩৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৭:৫৬

গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। বর্ষপাড়া স্টেডিয়ামে সোমবার শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষ ম্যাচ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে টাইগাররা। 

আবহাওয়া পূর্বাভাসে ওই ম্যাচ ঘিরে বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা বলা হয়েছিল। ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ছিল ৬০ শতাংশ। তবে আপাতত গৌহাটির আকাশ পরিষ্কার। ঝলমলে রোদ খেলা করছে স্টেডিয়ামে। 

ম্যাচ শুরুর আগে মাঠ পরিচর্যার সর্বশেষ কাজে ব্যস্ত মাঠকর্মীরা। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করা হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, আমাদের বিশ্বকাপ প্রস্তুতি জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। 

বাংলাদেশ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচ জয় পেলেও ইংল্যান্ড বৃষ্টির কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেনি। কোন বল মাঠে গড়ানোর আগেই ভেসে যায় ম্যাচটি। দ্বিতীয় ম্যাচও ভেসে যাওয়ার শঙ্কা ছিল। যদিও এখনও ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা বাকি। ওই শঙ্কা কেটেছে বলার উপায় নেই। 

প্রস্তুতি ম্যাচ মানেই দলের সব খেলোয়াড়কে ঝালিয়ে নেওয়ার সুযোগ। তবে বাংলাদেশ এই ম্যাচেও অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়া নামবে। অফ ফর্মে থাকায় লিটন দাস ব্যাটিং করতে পারেন। তবে ফিল্ডিংয়ে নাও দেখা যেতে পারে তাকে। নাজমুল শান্ত খেলবেন এই ম্যাচে।

আরও পড়ুন