তানজিদের ফিফটি মিস, চাপে বাংলাদেশ

তরুণ ওপেনার তানজিদ তামিম। ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৮:৪৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ১০:০২
ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হন। পরে শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত। এরপর ফিফটির পথে থাকা তরুণ ওপেনার তানজিদ তামিম ফিফটি মিস করে সাজঘরে ফিরেছেন।
বাংলাদেশ ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৮ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা মেহেদী মিরাজ ২১ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম। লিটন ৫ রান করে ফিরেছেন। নাজমুল শান্ত করতে পারেন মাত্র ২ রান। ছক্কা দিয়ে ইনিংস শুরু করা তানজিদ ৪৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৪৫ রান করে প্লেড অন হয়েছেন।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচে সাকিব না থাকায় মিরাজ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই ম্যাচে সাকিবের জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল শান্ত।
গৌহাটির এই ম্যাচ ঘিরে বৃষ্টির শঙ্কা ছিল। ম্যাচ শুরুর সময় ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে এখন পর্যন্ত রোদ ঝলমলে আকাশ গৌহাটিতে।