রোহিতকে বল করা সবচেয়ে কঠিন: শাদাব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৩ | ০৬:১৬ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৬:১৬
নিজামের শহরে দারুণ সময় কাটাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরাবাদের বিরিয়ানিতে মজে থাকার পাশাপাশি দক্ষিণ ভারতের শহরটিতে ঘোরাঘুরিও করছেন বাবর আজম-শাহিন আফ্রিদিরা।
এরই মধ্যে ভারতের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান জানিয়েছেন, ভারত অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে বোলিং করা সবচেয়ে কঠিন। একই সঙ্গে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে সবচেয়ে ভয়ংকর বোলার হিসেবেও বর্ণনা করেছেন তিনি।
রোহিতের প্রশংসা করে শাদাব বলেন, ‘বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে রোহিত শর্মার বিপক্ষে বোলিং করা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়। সেট হয়ে গেলে সে খুবই ভয়ংকর। আর বোলারদের মধ্যে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কুলদীপকে এগিয়ে রাখব আমি।’
একই সঙ্গে ভারতের আতিথেয়তারও প্রশংসা করেছেন শাদাব। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল পর্যন্ত সর্বত্র তারা উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলেও জানান পাকিস্তানের সহঅধিনায়ক।