জাতীয় লিগ পেছাল দুই দিন

ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ | ০৭:৪৬
দুই দিন পিছিয়ে ১২ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। গতকাল এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত হয়।
মূলত এশিয়ান গেমস শেষ করে ক্রিকেটারদের দেশে ফেরা ও লাল বলের প্রস্তুতির জন্য কিছুটা সময় দিতে এ উদ্যোগ বোর্ডের। গেমস থেকে ক্রিকেটাররা ফিরলেও সবাইকে এনসিএলে পাওয়া যাবে না।
কারণ এইচপির ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ১৪ অক্টোবর। দেশের উদীয়মান এ ক্রিকেটারদের ছাড়াই শেষ করতে হবে প্রথম শ্রেণির লিগ। রংপুর ও বরিশাল বিভাগ ছাড়া বাকি ভেন্যুতে খেলা চালাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি।
বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুল আলম ববি জানান, জাতীয় লিগে সব দলে ভারসাম্য রাখতে বেশ কিছু ক্রিকেটারকে খেলতে উজ্জীবিত করা হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন যেমন বরিশাল বিভাগে খেলবেন।
- বিষয় :
- এনসিএল
- জাতীয় লিগ
- বাংলাদেশ ক্রিকেট