ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

এমবাপ্পে-ডেম্বেলের ডাবলে শিরোপার কাছে পিএসজি

এমবাপ্পে-ডেম্বেলের ডাবলে শিরোপার কাছে পিএসজি

এমবাপ্পের গোল উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ০৯:৫০

একই ব্যবধানে জয়ের হ্যাটট্রিক করেছে পিএসজি। বার্সেলোনার বিপক্ষে ৪-১ গোলে জয়ের পরের দুই লিগ ম্যাচেও একই ব্যবধানে জিতেছে প্যারিসিয়ানরা। বুধবার রাতে তারা ৪-১ গোলে  হারিয়েছে লরিয়েন্তকে। এই জয়ে শিরোপা ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লুইস এনরিকের দল। 

পিএসজি ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে প্রথম লিড নেয়। গোল করেন উসমান ডেম্বেলে। তিন মিনিট পরই ব্যবধান ২-০ করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর অবার ডেম্বেলের গোল। তিনি ৬০ মিনিটে দলকে তিন গোলের লিড এনে দেন। 

ম্যাচের ৭৩ মিনিটে এক গোল শোধ করে লরিয়েন্তে। তবে শেষ সময়ে আরেক গোল করে জয়ের ব্যবধান বড় করে নেন রিয়াল মাদ্রিদে যাওয়ার পথে থাকা ফ্রান্সম্যান। এই জয়ে লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা প্যারিসের দলটি। 

৩০ লিগ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। সমান ম্যাচে নিকট প্রতিদ্বন্দ্বী মোনাকো ৫৮ পয়েন্ট তুলেছে। অর্থাৎ পিএসজি এগিয়ে আছে ১১ পয়েন্টে। এমবাপ্পেদের হাতে আছে আর ৪ ম্যাচ। এর মধ্যে একটিতে জিতলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। 

আরও পড়ুন

×