ঢাকার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা
ঢাকা জেলার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা।
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৪ | ১৮:৩৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ঢাকা জেলার স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বুধবার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজকে ২ উইকেটে হারিয়েছে তারা।
ক্যামব্রিয়ান স্কুল শুরুতে ব্যাট করে ১১২ রানে অলআউট হয়। দলটির হয়ে ওপেনার রেজওয়ানুল করিম ৬৮ রান করে। অন্য ওপেনার মোহাম্মদ সামি ১৯ রান যোগ করে। আর কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেনি।
জবাবে কদমতলা ১৮ ওভারে জয় তুলে নেয়। তাদের কোন ব্যাটার বড় স্কোর করেনি। তবে দলীয় পারফরম্যান্সে জয় পেয়েছে তারা। স্কুলটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন রায়হান রানা।