ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

কাবাডিতে কোরিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের

কাবাডিতে কোরিয়াকে উড়িয়ে শুরু বাংলাদেশের

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ২০:৪২ | আপডেট: ২৬ মে ২০২৪ | ২০:৪৩

জমকালো আয়োজনে ঢাকায় শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি।

জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছে কেনো পাত্তাই পায়নি প্রথমবার খেলতে আসা কোরিয়া। বাংলাদেশের মিজানুর রহমান ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।

টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করছে তিন মহাদেশের (ইউরোপ, আফ্রিকা ও এশিয়া) মোট ১২টি দল। ইউরোপ মহাদেশ থেকে পোল্যান্ড, আফ্রিকা মহাদেশ থেকে কেনিয়া ও উগান্ডা এবং এশিয়া মহাদেশ থেকে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণ করছে। এর মধ্যে কাবাডির সবশেষ দুই বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। এদিকে প্রথমবারের মতো বঙ্গুবন্ধু কাপে অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।

আগামী ৩ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

আরও পড়ুন

×