ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ছাদনা তলায় বসে শৈশবের প্রেমে মত্ত এমবাপ্পে 

ছাদনা তলায় বসে শৈশবের প্রেমে মত্ত এমবাপ্পে 

গ্লোবোর ইউরোপ সেরা ফুটবল কিলিয়ান এমবাপ্পে। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৯:৫৮ | আপডেট: ২৯ মে ২০২৪ | ২০:১১

প্রথম প্রেম কে ভুলতে পারে। কিলিয়ান এমবাপ্পের প্রথম প্রেমের নাম এসি মিলান। ইউরোপের ফুটবলে এক সময় ইতালির ক্লাবটি ছিল যৌবনা। দুর্দান্ত ফুটবল ইউরোপ মাতানো তারা।  

ইতালির ক্লাবটির ওই প্রেম উপেক্ষা করতে পারেননি বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেও। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়ার অপেক্ষায় আছেন ফ্রান্সম্যান। এমন সময় এসি মিলানকে স্মরণ যেন বিয়ের পিড়িতে বসে শৈশবের প্রেমকে স্মরণ।

স্কাই ইতালিকে এমবাপ্পে বলেন, ‘শৈশব থেকেই আমি এসি মিলানের ভক্ত ছিলাম। আমি সব সময় বলতাম, আমি যদি ইতালি যাই অবশ্যই এসি মিলানের হয়ে খেলব। আমি এখনও নিয়মিত ইতালির লিগ এবং এসি মিলানের প্রতিটি ম্যাচ দেখি।’ 

নতুন ক্লাবে যেতে পেরে খুশি বলেও উল্লেখ করেছেন এমবাপ্পে, ‘আমি প্যারিসে ছিলাম। এখন নতুন ক্লাবে যাচ্ছি। আমি সত্যিই খুব খুশি। ফুটবল নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি সম্ভাব্য সবকিছু জিততে চাই। আমার খেলা অনেকে পছন্দ করেন। আমি তাদের আনন্দ দিতে চাই।’

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এমবাপ্পে এবার জার্মানিতে ইউরো চ্যাম্পিয়ন হতে চান বলেও উল্লেখ করেছেন, ‘লক্ষ্য সবসময় একই। আমি জিততে চাই। তবে এটা সহজ হবে না। অনেক দলই আছে শিরোপা জয়ের মতো, তবে আমরা ক্ষুধার্ত। আমরা দেশের ইতিহাসের অংশ হতে চাই।’  

আরও পড়ুন

×