ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো 

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো 

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ২০:৫০

ব্যাটিং বিপর্যয় ঠেলে লোয়ার অর্ডারের সিফাত শাহরিয়ার ঝড়ো সেঞ্চুরি করে। পরে মোহাম্মদ হোসাইনের হ্যাটট্রিকে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। পিরোজপুরের সরকারি কে.জি. ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানে হারিয়েছে তারা।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ রানে ৬ উইকেট হারায় কদমতলা। আটে ব্যাটিংয়ে নেমে ১৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে সিফাত। ২৮৬ রানের সংগ্রহ পায় রাজধানীর স্কুলটি। জবাবে ৯৯ রানে আটকে যায় পিরোজপুরের প্রতিদ্বন্দ্বীরা।

সিফাত অবশ্য ফিল্ডিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছাড়ে। সরকারি কে.জি ইউনিয়ন স্কুলের হয়ে অধিনায়ক অনিক সর্বোচ্চ ২২ রান করে। আর কেউ দাঁড়াতে পারেনি।

ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার, প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

×