নেইমারের ইনজুরিই কি ব্রাজিলের বাজে খেলার কারণ

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ১৭:৫০ | আপডেট: ০৮ জুলাই ২০২৪ | ২১:৫৯
ইনজুরি জর্জরিত ক্যারিয়ার নেইমারের। এর আগেও একাধিকবার ইনজুরিতে পড়েছেন তিনি। তাকে ছাড়া মানিয়ে খেলতে হয়েছে তার ক্লাব ও জাতীয় দলকে। তবে নেইমারের এবারের ইনজুরির ধাক্কা বড় হয়েই এসেছে সেলেকাওদের জন্য। যেন জিততেই ভুলে গেছে দলটি।
কাতার বিশ্বকাপের পর আল হিলালে যোগ দিয়ে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর তাকে ছাড়া সাত ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তিন ম্যাচে হেরেছে সেলেকাওরা, ড্র করেছে তিনটিতে। জয় পেয়েছে মাত্র এক ম্যাচে।
এই সাত ম্যাচে ব্রাজিল গোল হজম করেছে সাতটি। গোল করতে পেরেছে ছয়টি। অর্থাৎ ম্যাচ প্রতি .৮৫ গোল পেয়েছে দলটি। এমনকি সাত ম্যাচের চারটিতে কোন গোলই করতে পারেনি পাঁচবারের বিশ্বকাপ ও নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
নেইমারকে ছাড়া অবশ্য ব্রাজিল আগেও খেলেছে। তবে দলটির অবস্থা এতো খারাপ হয়নি। কাতার বিশ্বকাপেও তাকে ছাড়া সহজে ম্যাচ জিতেছে দল। আবার ২০১৯ সালের কোপা আমেরিকায় নেইমারকে ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে তিতের ব্রাজিল।
- বিষয় :
- নেইমার জুনিয়র
- ব্রাজিল ফুটবল