‘স্পেনে সম্মান নেই’, ক্ষোভ উগরে অবসরের ইঙ্গিত মোরাতার

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ০৯:২৯
আলভারো মোরাতা - ইউরোর এবারের আসরে স্পেনের অধিনায়ক তিনি। তার নেতৃত্বে দলও দুর্দান্ত খেলছে। টানা পাঁচ ম্যাচ জয়ে সেরা চারে উঠে এসেছে তারা। অধিনায়ক হিসেবে মোরাতাও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে একবার পেয়েছিলেন জালের দেখা। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ধারনা করা হচ্ছে, শুরুর একাদশে তাকে খেলাবেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফাইনালে উঠার লড়াইয়ে আজ সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন।
এমন সময় নিজ দেশের সমর্থকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন স্পেনের এই অধিনায়ক। স্প্যানিশ সমর্থকদের ওপর তিনি এতটাই বিরক্ত যে আসরের মাঝপথেই ইঙ্গিত দিয়েছেন, এই ইউরোর পরেই হয়ত জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’কে মোরাতা বলেন, ‘এটা হতে পারে (স্পেনের হয়ে শেষ টুর্নামেন্ট)। এটা এমন একটি সম্ভাবনা, যা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, তবে সম্ভাবনাটা আছে।’
স্পেনের কিছু সমর্থকের সঙ্গে মোরাতার সম্পর্কটা মোটেও ভালো না। এর আগে জনসম্মুক্ষেই অ্যাটলেটিকো মাদ্রিদের আস্থা হারানো নিয়ে মুখ খুলেছিলেন। স্পেনের বাইরে জুভেন্টাস ও চেলসির হয়ে খেলা এই ফরওয়ার্ড মনে করেন স্পেনের মানুষজন মোটা দাগে অকৃতজ্ঞ, ‘স্পেনে বোধহয় আমার জন্য সুখী থাকাটা বড্ড কঠিন। স্পেনের বাইরে গেলে যে আমার দিন ভালো কাটে এটা নিয়ে কোনো সন্দেহই নেই। সবচেয়ে বড় কথা, বাইরে আমি সম্মান পাই। আর স্পেনে কারো জন্য বা কোনোকিছুর জন্যই মনে হয় মানুষের কোনো সম্মান নাই।’
হঠাৎ করে এভাবে ক্ষোভ উগরে দেওয়ার কারণও আছে মোরাতার। গত ম্যাচে জার্মানিকে হারানোর দুর্দান্ত সেই ম্যাচের পরে মোরাতাকে দেখা যায় অশ্রুসিক্ত অবস্থায়। পরে গুজব রটে, বদলি হয়ে ওঠে যাওয়ার পর বেঞ্চে বসে নাকি হলুদ কার্ড দেখেছেন। পরের ম্যাচে দুই হলুদ কার্ডে মাঠে নামতে পারবেন না বলেই নাকি কাঁদছিলেন। তবে এর পুরোটাই বানোয়াট! আর তাতেই বেজায় চটেছেন মোরাতা, ‘ওইদিন শুনলাম, লোকে বলাবলি করছে যে আমি নাকি সাইডলাইনে কাঁদছিলাম হলুদ কার্ড দেখার জন্য। এটা কী ধরনের আজগুবি কথা! আমি কেঁদেছি আনন্দে, কেঁদেছি অধিনায়ক হিসেবে দলকে সেমিফাইনালে তোলার আনন্দে। এসব কারণে আমি তো কখনও কারো সমালোচনা করতাম না! কিন্তু দেখুন আমাকে এসব সইতে হচ্ছে। ইউরো জেতার জন্য যদি আমি আমার হাত কেটে ফেলি তাও বোধহয় আমাকে কথা শুনতে হবে।’
আমি এই টুর্নামেন্ট উপভোগের চেষ্টা করছি, এ ম্যাচগুলো হতে পারে জাতীয় দলের হয়ে আমার শেষ এবং ভবিষ্যতে যা হবে, তা হবে। হয়ত, একদিন তারা আমাকে মিস করবে। প্রতিটি দিন বিদায়ের সময় ঘনিয়ে আসছে, এবং এ কারণে আমি উপভোগ করছি। এ কারণে আমি কেঁদেছি, ভালো বা মন্দ যা কিছুই সামনে আসবে, সেগুলো ভেবেই আমি কাঁদব।”
৩১ বছর বয়সী মোরাতা বলেছেন, স্পেনের সমর্থকেরা একদিন তাকে মিস করবে, ‘আমি এই টুর্নামেন্ট উপভোগ করছি, যেখানে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচও খেলতে পারি। তবে ভবিষ্যতে কী হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কে জানে, একদিন হয়তো তারা আমাকে মিস করবে। প্রতিদিনই বিদায়ের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। এ জন্যই উপভোগ করি, এ জন্যই কাঁদি এবং সামনে যা কিছুই আসুক না কেন, এ জন্যই কাঁদব। সেটা ভালো–মন্দ যা–ই হোক।’