হামেস রদ্রিগেজের পুনর্জন্ম

হামেশ রদ্রিগেজের উদযাপন। ছবি: মায়ামি হেরাল্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৪ | ১১:৫৯
ফুটবল দুনিয়ায় তাঁর উত্থান ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে। ২২ বছরের তরুণ হামেস রদ্রিগেজের অবিশ্বাস্য পারফরম্যান্সে কলম্বিয়া উঠেছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ওই আসরে ছয় গোল করা রদ্রিগেজ জিতেছিলেন গোল্ডেন বুট।
বিশ্বকাপের পর তাঁকে নিয়ে কাড়াকাড়ি ইউরোপিয়ান ক্লাবগুলোতে। ফুটবলের নতুন রত্ন চিনতে ভুল না করা রিয়াল মাদ্রিদ নিয়ে নেয় তাঁকে। লা লিগের প্রথম আসরে জিতেছিলেন সেরা মিডফিল্ডারের পুরস্কার। এর পরই পতনের শুরু তাঁর। যতটা না পারফরম্যান্সের কারণে, তার চেয়েও বেশি কোচের কৌশলের সঙ্গে মানিয়ে নিতে না পারায়। হারান রিয়াল একাদশের জায়গা।
এর পর বায়ার্ন মিউনিখে খেলতে যাওয়া, সেখানেও থিতু হতে না পারা। ফর্মের গ্রাফটা তলানিতে যাওয়ায় এভারটন, আল-রাইয়ান, অলিম্পিয়াকোসে সুবিধা করতে পারেননি রদ্রিগেজ। বর্তমানে ব্রাজিলের সাও পাওলোতে খেলছেন তিনি। জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে যিনি পেছনে ফেলেছিলেন মেসি, রোনালদো, নেইমারদের; সেই রদ্রিগেজ ফুটবলের মাঠ থেকেই যেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্র কোপা আমেরিকায় হারিয়ে যাওয়া সেই ফুটবলের শিল্পীকে খুঁজে পাওয়া গিয়েছি। ২৩ বছর পর কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ৩২ বয়সী এ মিডফিল্ডারের কারণে। কোপায় পাঁচ ম্যাচে নিজে করেছেন এক গোল এবং সতীর্থকে দিয়ে করিয়েছেন পাঁচ গোল। ছাড়িয়ে গিয়েছেন কোপার এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট (৫টি) করা লিওনেল মেসিকে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়ানরা আরেকটি ট্রফির স্বপ্ন দেখছে রদ্রিগেজকে ঘিরে।
রদ্রিগেজ ছাড়িয়ে গিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি প্রয়াত পেলেকে। ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের প্রয়াত পেলের পর লাতিন আমেরিকার প্রথম ফুটবলার হিসেবে কোনো বড় টুর্নামেন্টে ৬ গোলে অ্যাসিস্ট করেছেন কলম্বিয়ান এ তারকা। অথচ বাজে পারফরম্যান্সের কারণে গত কোপা আমেরিকায় কলম্বিয়া দলে রদ্রিগেজকে রাখেননি সেই সময়ে দলটির কোচ রেইনালদো রুয়েদা।
গত কয়েক বছরে এ ক্লাব থেকে আরেক ক্লাবে ঘুরে বেড়ানো রদ্রিগেজের ক্যারিয়ারের শেষই দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু দুঃসময় কাটিয়ে রদ্রিগেজের পুনর্জন্ম হয়েছে। নতুন কোচ নেস্তর লরেনজো তাঁকে দলে নিয়ে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। কলম্বিয়ার অধিনায়কের আর্মব্যান্ডও এখন রদ্রিগেজের হাতে। ম্যাচের পর ম্যাচ পারফরম্যান্স করে কোচের আস্থার প্রতিদান দেওয়া রদ্রিগেজ শুক্রবার ৩৩তম জন্মদিন পালন করবেন।
বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় কোপার ফাইনালে মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে রদ্রিগেজের কলম্বিয়া। সতীর্থরা দলের প্রিয় তারকাকে জন্মদিনের উপহার হিসেবে ট্রফিটা নিশ্চয়ই দিতে চাইবেন। আর্জেন্টিনাকে হারিয়ে সেটা করতে পারলে জন্মদিনের উপহার এর চেয়ে ভালো আর কী হতে পারে? রদ্রিগেজও যেন সেই উপহারের অপেক্ষায়।
উরুগুয়েক হারিয়ে ফাইনালে ওঠার পর দীর্ঘদিনের অপেক্ষার কথা বলেন তিনি, ‘আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। রেফারি ভালো ছিল না। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচটি জটিল ছিল। তবে আমরা যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছি। আমরা এখন স্বপ্নের ঘোরে আছি। এই মুহূর্তটির (ফাইনাল) জন্য ১৩ বছর অপেক্ষায় ছিলাম।’
- বিষয় :
- কোপা আমেরিকা