ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শুটিংয়ে রবিউলের পরীক্ষা আজ

শুটিংয়ে রবিউলের পরীক্ষা আজ

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ০৯:৫৫ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ১০:৫৭

তীর-ধনুক হাতে অলিম্পিকে সবার আগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আরচার মো. সাগর ইসলাম। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ৩১ জুলাই শেষ বত্রিশে ওঠার লড়াইয়ে ইতালির মাউরো নেসপোলির বিপক্ষে খেলবেন তিনি। 

প্যারিস অলিম্পিকে এবার নামছেন শুটার মোহাম্মদ রবিউল ইসলাম। শাতুহু শুটিং সেন্টারে আজ পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন রাউন্ডে নামবেন রবিউল। এই ইভেন্টটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায়।

বিভিন্ন দেশের ৫৪ জন শুটার ফাইনালে ওঠার লড়াইয়ে অংশ নেবেন। তাদের মধ্যে সেরা আটজন শুটার খেলবেন পদকের লড়াইয়ে। প্যারিসে যাওয়ার আগে সেরা আট তথা ফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন রবিউল। অলিম্পিকের মতো বড় মঞ্চে পদকের লড়াইয়ে যেতে হলে তাঁকে নিজের সেরাটা মেলে ধরতে হবে। কারণ এই ইভেন্টে চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, জার্মানি, ভারতের মতো প্রতিযোগী আছেন, যারা কিনা পদকের সবচেয়ে বড় দাবিদার। 

নিজের প্রস্তুতির কারণে বেশ আত্মবিশ্বাসী শুটার রবিউল। শনিবার প্যারিস থেকে এ শুটার জানান, ‘দেশে ভালো প্রস্তুতি নিয়েছি। আর এখানে এসেও কঠোর পরিশ্রম করছি। আশা করি, ভালো কিছু করতে পারব।’

আরও পড়ুন

×