এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পেল বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৭:৪৯ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১৮:৪০
সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। তবে আসরটি তারা শ্রীলঙ্কায় আয়োজন করে। যার চ্যাম্পিয়ন ভারত। ছেলেদের পরবর্তী দুই এশিয়া কাপ আয়োজনের স্বত্ব পেল যথাক্রমে ভারত ও বাংলাদেশ।
ভারতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে টি-২০ ফরম্যাটে বসবে এশিয়া কাপের আসর। এসিসির নিয়ম অনুযায়ী, এশিয়া কাপের পরে যে ফরম্যাটে বৈশ্বিক টুর্নামেন্ট হবে প্রস্তুতির কারণে এশিয়া কাপও হবে ওই ফরম্যাটে।
২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ হবে ভারতে। ওই আসরের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৫ সালে ভারতে এশিয়ার টেস্ট খেলুড়ে দেশ ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং একটি সদস্য (টেস্ট মর্যাদা না পাওয়া) দেশ এশিয়া কাপের আসরে অংশ নেবে।
দুই বছর পর অর্থাৎ ২০২৭ সালের এশিয়া কাপ হবে বাংলাদেশে। ওই আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ ২০২৮ সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ আছে। বাংলাদেশ সর্বশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আয়োজক ছিল। ওই আসরের ফাইনাল খেলেছিলেন সাকিব আল হাসানরা।
- বিষয় :
- এশিয়া কাপ