প্রিমিয়ার লিগে দল পাননি জামাল

জামাল ভূুঁইয়া। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১২:৫৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের দলবদলের সময় শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২টায়। এর মধ্যে জাতীয় দলের অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়াকে কেনেনি কোন দল। মৌসুমের শুরুতে তাই বিপিএলে দেখা যাবে না তাকে।
দলবদলের সময় শেষ হওয়ার কথা ছিল আরও তিনদিন আগে। বাফুফের অনুরোধে ফিফা সাড়া দেওয়ায় দলবদলের সময় বেড়েছিল ৩ দিন। এর মধ্যে জামালের এজেন্ট কোন ক্লাব যেমন খুঁজে বের করতে পারেননি, তেমনি কোন ক্লাবও তার সঙ্গে চুক্তি করেনি।
গত মৌসুমে আবাহনী লিমিটেডে খেলেছিলেন জামাল। এবারও তার একই ক্লাবে খেলার কথা ছিল বলে জানা গেছে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে মিউয়ে যাওয়া ক্লাবটি বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামালের সঙ্গে চুক্তি করেনি।
শুধু জামাল ভূঁইয়া নয় আবাহনী চুক্তি করেনি কোন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে। স্থানীয় ৩২ জন ফুটবলার নিয়ে দল গড়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও শেখ রাসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। যে কারণে দেশের অনেক ফুটবলার অবিক্রিত থেকে গেছেন। যা দেশের ফুটবলের জন্য অশনি সংকেত।
- বিষয় :
- বিপিএল
- জামাল ভূঁইয়া
- আবাহনী