ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

যেভাবে চেষ্টা করেছি জয় প্রাপ্য ছিল: হাসান মাহমুদ 

যেভাবে চেষ্টা করেছি জয় প্রাপ্য ছিল: হাসান মাহমুদ 

দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৫৯

পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে জিতেছে ৬ উইকেটে। দলের জয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন পেসার হাসান মাহমুদ। 

ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে তিনি জানান, যে পরিশ্রম তারা করেছেন, যে  প্রচেষ্টা দেখিয়েছেন, যতটা আত্মত্যাগ তাদের ছিল, তাতে এই টেস্ট জয়ে তাদের প্রাপ্যই ছিল। 

হাসান মাহমুদ বলেন, ‘সকলের মধ্যে অসাধারণ প্রচেষ্টা ছিল। সিরিজজুড়ে আমাদের যে কঠোর পরিশ্রম এবং ত্যাগ ছিল, তাতে সত্যিই এই জয় আমাদের প্রাপ্য।’

ডানহাতি এই পেসার বলেন, ‘পেসার হিসেবে আমি উইকেট নিতে চেয়েছিলাম। দলের পেসারদের সুবিধা এনে দিতে হতো। বিশ্ব ক্রিকেটে ভালো করতে হলে পেসার ও স্পিনারদের সমন্বিতভাবে ভালো খেলতে হবে।’

whatsapp follow image

আরও পড়ুন

×