বিপর্যয় সামালের কৃতিত্ব মিরাজকে দিলেন লিটন
প্রথম ইনিংসে ১৬৫ রানের জুটি গড়ার পথে লিটন-মিরাজ। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৯ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৩
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। জয়ের পেছনে আছে মহাবিপর্যয় সামাল দেওয়ার গল্প। পাকিস্তানের প্রথম ইনিংসের ২৭৪ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে লিটন দাস ও মেহেদী মিরাজ অসাধারণ এক জুটি গড়েন। লিটন গতকাল জানান, তিনি ওই পরিস্থিতিতে ক্রিজে এসে খুব চাপে ছিলেন। তবে মিরাজ ক্রিজে এসে চার ও ছক্কা মেরে লিটনকে নির্ভার করেন। সঙ্গে ছিনিয়ে নেন পাকিস্তানের মোমেন্টাম।
লিটন ও মিরাজ গড়েন ১৬৫ রানের জুটি। মিরাজ ৭৮ রান করে ফিরে গেলেও ১৩৮ রানের ইনিংস খেলে দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন লিটন দাস।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে লিটন বলেন, ‘নিজের ওপর বিশ্বাস ছিল। ওই সেশনে পাকিস্তান খুব ভালো বোলিং করেছিল। কিন্তু আমি ও মিরাজ যত সম্ভব দীর্ঘক্ষণ ব্যাটিং করতে চেয়েছিলাম। মিরাজ ক্রিজে এসে চার ও একটা ছক্কা মারে, এরপর পরিস্থিতি বদলে যায়।’
মিরাজের পাশাপাশি ক্রিজে স্থির হয়ে থাকা হাসান মাহমুদকেও কৃতিত্ব দিয়েছেন লিটন, ‘হাসান ক্রিজে আসার পর রান করার তেমন সুযোগ পাচ্ছিলাম না। তখন যত ওভার খেলা যায় খেলার চিন্তা নেই এবং সময় নিয়ে খেলতে থাকি। হাসানকেও কৃতিত্ব দিতে হবে। এখানকার গরমে খেলাটাও সহজ ছিল না।’
- বিষয় :
- বাংলাদেশ-পাকিস্তান
- লিটন দাস
- মেহেদী মিরাজ