জয়ের আগে হার এড়ানোর ভাবনা মিরাজের

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ। ছবি: ভিডিও থেকে নেওয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২১:২৬
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ১২ রান তুলে নেয় ভারত। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে খালেদ আহমেদকে ছক্কা হাঁকান রোহিত শর্মা। তৃতীয় ওভারে ২২ রান নিয়ে দলের রান ৫১ করে ফেলেন রোহিত ও জয়সোয়াল। তাদের টি-২০ সুলভ ব্যাটিং দেখে অবাক হয়েছিলেন মেহেদী মিরাজ। তখনই বুঝতে পারেন তারা সুর্নিদিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছে।
ভারতের মতো শক্তিশালী দলের পরিকল্পনা নস্যাৎ করতে পারেননি মিরাজ-সাকিবরা। তারা মাত্র ৩৪.৪ ওভার ব্যাটিং করে ২৮৫ রান করে ৫২ রানের লিড আদায় করে নেয়। ভারতের লক্ষ্য শেষ দিন বাংলাদেশকে দ্রুত অলআউট করে জয় তুলে নেওয়া। সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানিয়েছেন, তারাও চেষ্টা করবেন যতদূর সম্ভব ব্যাটিং করে যাওয়ার। জয়ের আগে নিজেদের সুরক্ষা অর্থাৎ ড্র’র কথা ভাববেন বলেও উল্লেখ করেছেন।
মিরাজ বলেন, ‘জয় পেতে হলে তো সময় লাগবে। হাতে কেবল একদিন আছে। তাদের একটা ভালো লক্ষ্য দিতে হবে, এরপর ১০ উইকেট নিতে হবে। এখান থেকে জেতার চেয়ে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করাই বেশি গুরুত্বপূর্ণ। আমরা কাল যতদূর সম্ভব ব্যাটিং করার চেষ্টা করবো। এরপর পরিস্থিতি যদি তেমন আসে জয়ের কথা ভাববো। আমরা আগে নিজেদের নিয়েই ভাবছি।’
বাংলাদেশ চতর্থ দিনের শেষ বিকেলে ২৬ রানে ২ উইকেট হারিয়েছে। মিরাজের ভাষ্য মতে, পিঠ বাঁচাতে হলে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। স্কোরবোর্ডে এমন রানও যোগ করতে হবে যা ভারত এক সেশনে তুলতে পারবে না। বিষয়টি চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া স্পিন অলরাউন্ডার মিরাজ।
তিনি বলেন, ‘এমন নয় যে, আমরা ম্যাচ হেরে গেছি। টেস্ট ক্রিকেটে যেকোন কিছু সম্ভব। উইকেট যেহেতু ব্যাটারদের জন্য ভালো আছে, আমরা সুযোগ নিতেই পারি। আমরা জানি চ্যালেঞ্জিং হবে, তবে একটা সেশন ভালো ব্যাটিং করতে পারলেই পরিস্থিতি বদলে যাবে।’
ভারত পরিকল্পিতভাবে আক্রমণ শেনেছে বলেও মন্তব্য করেছেন মিরাজ। তার মতে, শুরু থেকে শেষ পর্যন্ত তারা সবাই রান করার জন্য ব্যাট করেছে, ‘সত্যি বলতে আমি বিস্মিত হয়েছিলাম, তারা ভালো পরিকল্পনা নিয়ে এসেছিল। আমরা নিজেদের শক্তি অনুযায়ী তাদের আটকানোর চেষ্টা করেছি। টেস্টে মাঝে মাঝে ভিন্ন চিত্র দেখা যায়। তারা জয়ের জন্যই ব্যাটিংয়ে নেমেছিল।’
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- মেহেদী মিরাজ