ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সাকিব দেশের মাটিতে খেলতে পারলে স্বস্তি লাগবে শান্তদের

সাকিব দেশের মাটিতে খেলতে পারলে স্বস্তি লাগবে শান্তদের

ছবি- সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ২২:৩৬ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ | ২২:৪০

দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।  ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে দুই টেস্টের প্রথমটি খেলবে বাংলাদেশ।  ওই টেস্ট খেলে অবসর নিতে চান তিনি।  তবে সাকিবের দেশে ফেরার নিশ্চয়তা এখনও মেলেনি।  তিনি নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ বলে দল সূত্রে জানা গেছে। 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৃহস্পতিবার জানিয়েছেন, সাকিব দেশে ফিরলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।  তিনিও চান ঘরের মাঠেই বিদায় বলার সুযোগ পান বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার।  সংযুক্ত আরব আমিরাতের শারজায় নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ দেখতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘তিনি (সাকিব) এমন একজন খেলোয়াড়, যার দেশের জন্য অনেক অবদান রয়েছে। তিনি যেহেতু বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলতে চান, আমি ব্যক্তিগতভাবে চাই সেই ‍সুযোগ তিনি পান।’

এরপর আজ ভারতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের টেস্ট খেলা নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারে যেটা বললেন, উনি যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন, এটা আমাদের প্রত্যেক ক্রিকেটারের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে।’

ভারতের মাটিতে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগামী রোববার শুরু হবে গোয়ালিয়রে।  তবে সাকিব না থাকায় এই সংস্করণে খেলতে নামা বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তিরই। কারণ তাকে ছাড়া একাদশ সাজাতে কিছুটা হলেও বেগ পেতে হবে ম্যানেজমেন্টকে।  অধিনায়ক শান্তও এমনটাই মনে করেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্যই উনি এতদিন ছিলেন এখন এগারোজন সাজাতে একটু প্রবলেম হবেই।  কারণ, উনি দুই দিক থেকে ভালো।’

সাকিব না থাকায় মেহেদি হাসান মিরাজকে দলে ফেরায় বাংলাদেশ ম্যানেজমেন্ট।  অধিনায়কেরও ভরসা আছে তার উপর।  শান্ত বলেন, ‘আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি।  আমরা আশা করবো যে মিরাজ ওই জায়গাটায় চেষ্টা করবে দ্রুত মানিয়ে নেওয়ার জন্য।’

শান্ত বলেন, ‘সাকিব ভাই নাই, এটা আমাদের জন্য নতুন ব্যাপার, বিশেষ করে এই সংস্করণে।  এখানে মিরাজ আছে, আশা করবো যে মিরাজ আমাদেরকে ভালো একটা শুরু দেবে।  আমি আশা করছি এই দল ভালো ফলই করবে।’

আরও পড়ুন

×