ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চার কিংবদন্তির বিদায়ের রাতে কোয়ার্টারে জার্মানি

চার কিংবদন্তির বিদায়ের রাতে কোয়ার্টারে জার্মানি

ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৩:০৯

ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান ফুটবলের চার কিংবদন্তি ইলকায় গুন্দোয়ান, টমাস মুলার, ম্যানুয়েল নয়্যার ও টনি ক্রুস। জার্মানি-নেদারল্যান্ডসের মধ্যকার নেশন্স লিগের ম্যাচে এই চারজনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। ম্যাচটি ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। 

আলিয়াঞ্জ অ্যারেনায় এই চার ফুটবলারের জন্য বিশেষ আয়োজন ছিল। খেলা শুরুর আগে গ্যালারিজুড়ে ভেসে ওঠে চার বিদায়ী জার্মান কিংবদন্তির মুখ। আর ওপরে জার্মান ভাষায় লেখা ‘লেজেন্ড’। জাতীয় সঙ্গীতের আগেই গুন্দোয়ান, নয়্যার ও মুলার মাঠে নেমে দর্শকদের থেকে বিদায় নেন। তাদের হাতে তুলে দেওয়া হয় স্মারক। এরপর শুরু হয় খেলা।

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি জার্মানি। বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন এই ম্যাচে অভিষেক হওয়া অ্যাটাকিং মিডফিল্ডার জেমি লেভলিং। কর্নার থেকে আসা বল গোললাইনের সামনে থেকে ব্যাকহিলে সামনে পাঠান নিকো শ্লোটাবেক। সেটাতে ডান পায়ে বুলেট গতির শট নিয়ে জালে জড়ান জেমি। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে জেমির করা গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

চার ম্যাচে তিন জয় এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে তারা। ৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে নেদারল্যান্ডস। এই গ্রুপে দিনের আরেক ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।

আরও পড়ুন

×