ইসরায়েলের জালে ইতালির এক হালি গোল

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৩:৪৬
নেশন্স লিগে দুর্দান্ত ছন্দে আছে ইতালি। নিজেদের যেন নতুন করে চেনাচ্ছে আজুরিরা। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি স্পালেত্তির দল। সোমবার রাতে ঘরের মাঠে ৪-১ গোলে ইসরায়েলকে উড়িয়ে দিয়ে গ্রুপ টপার হিসেবে নিজেদের স্থান বজায় রাখল ইতালি।
ম্যাচের ৪১তম মিনিটে মাতেও রেতেগুইর গোলে এগিয়ে যায় ইতালি। ম্যাচের ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি ডি লরেঞ্জো। এরপর অবশ্য এক গোল শোধ দেয় ইসরায়েল। ৬৬ মিনিটে ফানি ইসরায়েলের গোলে করেন।
তবে ৭৩ মিনিটে আবারও গোল পায় ইতালি। এবারের গোলস্কোরার ডেভিড ফ্রাটেসি। আর ৭৯ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি ঢোকান ডি লরেঞ্জো। ম্যাচে যা তার দ্বিতীয় গোল। এই জয়ে 'এ' লিগের গ্রুপ-২এর শীর্ষেই থাকল ইতালি। টেবিলের দুইয়ে ফ্রান্স।
- বিষয় :
- ইতালি
- ইসরায়েল
- উয়েফা নেশন্স লিগ