বেলজিয়ামের অপেক্ষা বাড়িয়ে কোয়ার্টারের পথে ফ্রান্স

ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪ | ১৪:০৯
জমজমাট এক ম্যাচ উপহার দিল বেলজিয়াম ও ফ্রান্স। পুরো ম্যাচে চলেছে আক্রমণ-পাল্টা আক্রমণ। শেষ ১৫ মিনিট ১০ জনে খেললেও ফ্রান্সকে হারাতে পারেনি বেলজিয়াম। ২-১ গোলে জিতে কোয়ার্টারের পথে ফ্রান্স।
ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক বেলজিয়াম। তবে পেনাল্টি থেকে গোল করতে পারেননি টিলেমানস। বল উপর দিয়ে মেরে দেন তিনি। ৩৫ মিনিটে পেনাল্টি গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কোলো মুয়ানি। প্রথমার্ধেই ম্যাচে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধের চার মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাস্টেনের ক্রস থেকে হেড করে গোল করেন ওপেন্দা।
৬২ মিনিটে আবারও এগিয়ে যায় ফ্রান্স। দিগনের ক্রস থেকে হেড করে নিজের দ্বিতীয় গোল করেন মুয়ানি। এই বছরে জাতীয় দলের হয়ে তার ষষ্ঠ গোল এটি। বাকি সময়ে বেলজিয়াম চাপ বাড়ালেও সমতা ফেরানো গোলের দেখা পায়নি। ১৯৮১ সালের সেপ্টেম্বরের পর থেকে ফ্রান্সের বিপক্ষে প্রতিযোগিতামূলক ফুটবলে তারা জয়ের দেখা পায়নি।
- বিষয় :
- উয়েফা নেশন্স লিগ
- ফ্রান্স