ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

হাথুরুসিংহের বরখাস্ত কার্যকর, চুক্তি বাতিল

হাথুরুসিংহের বরখাস্ত কার্যকর, চুক্তি বাতিল

চন্ডিকা হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ২৩:৫৪

জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্তকে বৃহস্পতিবার কার্যকর করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সাথে হওয়া চুক্তিও বাতিল করেছে বিসিবি। 

বৃহস্পতিবার বিসিবির জরুরী জুম মিটিংয়ে হাথুরুর বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। আইসিসির বৈঠকের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের পরিচালকদের সাথে জুম সংযোগে বৈঠক করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে ১৫ অক্টোবর বোর্ড হাথুরুসিংহেকে যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল, পরদিন সেটির জবাব পাওয়া গেছে। আজ বোর্ডের জরুরি সভায় হাথুরুসিংহের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ এবং ‘অগ্রহণযোগ্য’ বিবেচিত হওয়ায় তাৎক্ষণিকভাবে চুক্তি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

×